ফ্যাক্টরী সংক্রান্ত ডাটাবেজ

পোশাক শিল্পে স্বচ্ছতা আনয়ন WRC -এর অন্যতম উদ্দেশ্য, এজন্য WRC বিভিন্ন দেশে অবস্থিত যে সমস্ত গামের্ন্টস্ ফ্যাক্টরী বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম বা লোগো যুক্ত বিভিন্ন পণ্য উৎপাদন করে সে সমস্ত গামের্ন্টস্ ফ্যাক্টরীর তথ্যাবলীর সমন্বয়ে একটি ডাটাবেজ প্রস্তুত করে তা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে । সার্চ রেজাল্টে ফ্যাক্টরীর নাম, অবস্থান/ঠিকানা, উৎপাদিত পণ্য ও অন্যান্য তথ্যাদি সংযুক্ত রয়েছে। ডাটাবেজে প্রবেশের জন্য এখানে ক্লিক করুন

ডাটাবেজটি ব্যবহার করার জন্য ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান প্রয়োজন হবে।

যখন আপনি একবার খুঁজতে যাবেন, তখন নিম্নোক্ত উপায়েও আপনি ফলাফল দেখতে পারবেনঃ